মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ বছরের মধ্যে প্রথমবার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ার কারাগারে শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টায় ৬৭ বছর বয়সী ব্র্যাড সিগমনকে এই সাজা দেয়া হয়। তিনি জোড়া খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগমনকে একটি চেয়ারে বেঁধে রাখা হয় এবং তার মাথায় চোখ ঢাকা টুপি পরানো হয়। নিচে রক্ত ধরে রাখার জন্য একটি বেসিন রাখা হয়। তিনজন গুলি চালক ১৫ ফুট দূর থেকে পর্দার আড়াল থেকে একসঙ্গে তিনটি গুলি ছোড়ে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে মৃত ঘোষণা করেন।
সিগমন ২০০১ সালে তার প্রেমিকার বাবা-মা, ডেভিড ও গ্ল্যাডিস লারকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন। এছাড়া, বান্ধবীকে অপহরণ করে হত্যার পরিকল্পনাও তার ছিল, তবে বান্ধবী পালিয়ে যায়।
এটি ছিল যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা ২০১০ সালের পর, যখন ইউটাহ রাজ্যে এই পদ্ধতিতে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।