‘জিন’ এবং ‘জিন টু’ সিনেমার সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবার নিয়ে আসছে সিনেমার তৃতীয় কিস্তি, 'জিন-থ্রি', যা আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে। এই সিনেমা নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে একটি মেয়ে কালো পোশাকে দাঁড়িয়ে আছে, তার দুহাত প্রসারিত এবং লম্বা নখ ও বড় বড় রক্ত চোষা দাঁত রয়েছে, যা নেটিজেনদের চমকে দিয়েছে।
এর আগে 'জিন' এবং 'জিন টু' সিনেমায় অভিনেতা সজল ও অভিনেত্রী পূজা চেরী মূল চরিত্রে ছিলেন, তবে ‘জিন-থ্রি’-তে পূজা চেরীর পরিবর্তে নুসরাত ফারিয়া অভিনয় করছেন। এই নতুন লুক নিয়ে অনেকেই অবাক হয়েছেন এবং দর্শকরা কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, গ্ল্যামারাস নুসরাত ফারিয়া এবার কি আসলেই জিন, ভূত, না ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করছেন? সিনেমার সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব উত্তর সিনেমাটি দেখার পর মিলবে।
এই সিনেমার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে নুসরাত ফারিয়ার নতুন রূপটি নিয়ে অনেক আলোচনাও হচ্ছে।