দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি অভিনয়ের জগৎ ছেড়ে এখন পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি নতুন ভূমিকায় নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি, পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইতে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই বিজয় তার দল গুছিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। জনগণের কাছে পৌঁছাতে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে আয়োজিত এই ইফতারে স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি চলচ্চিত্র জগতের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত ছিলেন চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও। প্রায় তিন হাজার মানুষের জন্য সুবিন্যস্ত আয়োজন করা হয়, যেখানে বিজয় নিজেও ইফতার করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেন।
সংবাদ সংস্থা এএনআই শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিজয় সাদা কুর্তা ও টুপি পরে মোনাজাতে অংশ নিচ্ছেন। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত পরিবেশে তার আন্তরিক অংশগ্রহণ অনেককে ছুঁয়ে গেছে। সামাজিক মাধ্যমে অনেকেই তার এই উদ্যোগকে "সাহসী ও অন্তর্ভুক্তিমূলক" বলে প্রশংসা করেছেন।
রাজনীতিতে পা রাখার পর থেকেই বিজয় থালাপতি শুধু জনপ্রিয়তার মোহে নয়, বরং জনগণের জন্য কাজ করার মানসিকতা নিয়ে এগোচ্ছেন। তার এই ইফতার আয়োজন কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা তামিলনাড়ুর বহুত্ববাদী সংস্কৃতির প্রতিফলন।