সম্প্রতি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
দ্বিবেদী বলেন, “সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে থাকা একটি দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক বাড়লে, তা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ, সেই দেশের সন্ত্রাসী কার্যক্রম অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।” যদিও তিনি সরাসরি দেশের নাম উল্লেখ করেননি, তবে স্পষ্টতই ইঙ্গিত ছিল পাকিস্তানের দিকে।
তবে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে আশাবাদী দ্বিবেদী। তিনি বলেন, “আমাদের সামরিক-সামরিক সম্পর্ক খুবই দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান-প্রদান করি, যাতে সন্দেহ বা দ্বিধা এড়ানো যায়।”
চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ সামরিক সরঞ্জামই চীন সরবরাহ করে। “দুই ফ্রন্টে লড়াইয়ের ঝুঁকি সত্যিকার বাস্তবতা,” বলেন তিনি।
সীমান্ত দিয়ে ক্রমাগত অনুপ্রবেশের কারণে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির আশঙ্কা করেন সেনাপ্রধান। তিনি বলেন, “সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে, যা ভবিষ্যতে বড় সংকট সৃষ্টি করতে পারে।”