খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাগ্রিকালচার প্র্যাকটিস গ্রুপের প্র্যাকটিস ম্যানেজার টমাস রিকার্ডো রোসাডারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
খাদ্য উপদেষ্টা বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাগ্রিকালচার প্র্যাকটিস গ্রুপের প্র্যাকটিস ম্যানেজারকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় বিশ্বব্যাংকের অর্থায়নে এ দেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।