উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ আয়োজনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
২০২৪ সালে নভেম্বর মাসের ২৫ তারিখে কমিটি ঘোষণা করলেও মাহে রমজানে ৮ মার্চ ২০২৫ ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের এলামনাই সদস্য এবং বর্তমান শিক্ষার্থীর সহ ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী।
অনুষ্ঠানের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক জানান যে, বিভাগের এলামনাই আমাদের সকলের একটি বিশাল পরিবার, এই অ্যালামনাই এর সার্বিক সৌন্দর্য এবং সকল দিক দেখাশোনার দায়িত্ব বোটানি ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের।
সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান জানান যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিয়েশনের শুভযাত্রার কথা বলে অনুভূতি ব্যক্ত করেন ।
কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির জানান ডিপার্টমেন্টের এলামনাই হচ্ছে বটবৃক্ষ স্বরূপ। এই অ্যালামনাই এ সংযুক্ত থাকতে সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও বিভাগের সম্মানিত চেয়ারম্যান এবং সকল শিক্ষক আলম ভাই অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা এবং শুভকামনা এর জন্য আসা ব্যক্ত করেন। এরপর ডিপার্টমেন্টের প্রয়াত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মাহফিল এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে ছিলেন এস এম রাকিব।
Mytv Online