ঢাকা , সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি রাজু ভাস্কর্যের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা, ধর্কষদের ফাঁসি নিশ্চিতের দাবি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: কুক মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন, ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে বনানীতে পুলিশকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার পটুয়াখালী‌তে ডাকাতির চেষ্টার সময় দুইজন আটক আফগানিস্তানের ক্রিকেট নিষিদ্ধ করতে চাপ বাড়ছে ধর্ষণকাণ্ডে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের বাবা হারালেন রুনা খান রংপুরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত : কোহলি অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ দফা নির্দেশনা সিরিয়ায় বাড়ি-ঘরে ঢুকে হত্যা, মাঠে পড়ে আছে মরদেহ খুবই অস্বাস্থ্যকর বায়ু নিয়ে ঢাকা আজ শীর্ষে বাড়িতেই ট্রেনিং সেন্টার খুলে বসলেন পুলিশ কর্মকর্তা মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের কৌশলে ধরা পড়লেন বাবা

মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:৩৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:৩৪:২৫ পূর্বাহ্ন
মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ মার্চ) মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার ৪ আসামি আগেই হেফাজতে ছিলেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।


মামলার আসামিরা হলেন— শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), এক অপ্রাপ্তবয়স্ক কিশোর (১৭) ও তাদের মা জাবেদা বেগম (৪০)।

এর আগে শনিবার (৮ মার্চ) দায়ের হওয়া মামলার এজাহারে শিশুটির মা উল্লেখ করেন, বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি হিটুর স্ত্রী ও আরেক ছেলেও জানতেন। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা শিশুটিকে হত্যার চেষ্টা করেন।


এজাহারে আরও বলা হয়, চার মাস আগে বড় মেয়ের সঙ্গে সজিবের বিয়ে হয়। এর পর থেকে বড় মেয়েকে তার শ্বশুর অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ওই পরিবারের সবাই জানলেও প্রতিবাদ করেননি।

মামলায় বলা হয়েছে, বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে শিশুটি ঘুমায়। রাত আড়াইটার দিকে বড় বোন জেগে দেখেন, ছোট বোন পাশে নেই। মেঝেতে পড়ে আছে। তখন সে বড় বোনকে জানায়, গোপনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে। বিষয়টি হালকাভাবে নেন তিনি। 

পরদিন সকাল ৬টার দিকে শিশুটি আবার বোনকে একই কথা জানান। তখন তিনি বিষয়টি আমলে নিয়ে কী হয়েছে জিজ্ঞেস করলে শিশুটি জানায়, রাতে দুলাভাই দরজা খুলে দিয়েছিল। তখন তার বাবা (হিটু শেখ) তার মুখ চেপে ধরে অন্য কক্ষে নিয়ে যায়। এ সময় চিৎকার করার চেষ্টা করলে গলা চেপে ধরা হয়েছিল। পরে তাকে বোনের কক্ষে ফেলে রেখে যায় হিটু শেখ। বোন বিষয়টি মোবাইল ফোনে তার মাকে জানাতে গেলে সজীব ফোন কেড়ে নিয়ে মারধর করেন। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন। পরে দুই বোনকে দুই কক্ষে আটকে রাখা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে সজিবের মা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি

অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি