জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
বাবাকে হারিয়ে ভীষণ ভেঙে পড়েছেন রুনা। সোমবার (১০ মার্চ) সকালে ফেসবুকে বাবার সঙ্গে তোলা পাঁচটি ছবি শেয়ার করে তিনি লেখেন — "আমার আব্বু চলে গেলেন! আত্মার শান্তি কামনা করছি।"
রুনার এই পোস্টে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই রুনার প্রতি সমবেদনা জানিয়ে এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফরহাদ হোসেনের দাফন সম্পন্ন হবে টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামে, তাদের পারিবারিক কবরস্থানে।
রুনা খান, যিনি 'হালদা', 'গহীন বালুচর', 'ছিটকিনি'-র মতো প্রশংসিত কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এই কঠিন সময়ে তার পাশে আছেন তার সহকর্মী ও ভক্তরা।