ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফসির উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, "আগুনের কারণ এখনো নির্ধারণ করা হয়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।" এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের গুজব প্রসঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, "এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।" তিনি আরও জানান, জেনারেটর রুমটি তালাবদ্ধ ছিল, তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Mytv Online