দেশকে ঠিক করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সোমবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে একটি হোটেলে 'লিভিং লিজেন্ড-তারেক রহমান: নেতা ও নেতৃত্ব -লুক থ্রু' এবং 'ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন' নামে দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, “দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে শেষ করে দেয়া হয়েছে, নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। সম্ভাবনাময় দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে। যদি দেশকে ঠিক করতে চাই, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার দরকার। সরকার প্রতিষ্ঠিত হতে হবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।”
তিনি আরও অভিযোগ করেন, “সব কিছুতে বিএনপিকে দোষ দেয়া হয়। প্রতিষ্ঠানের কাজ না করা, ঘুষ চলা, সব কিছুই বিএনপির দোষ বলে মনে করা হয়।”