ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য : লুবাবা যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান কোরবানির ঈদে লবণের কোনও সংকট হবে না: শিল্প সচিব পাকিস্তানিদের জন্য আমার হৃদয়ে ঘৃণা নেই : রণবীর সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রুমেইসা যুদ্ধবিরতির পর মোদিকে চিঠিতে যা লিখলেন রাহুল স্বস্তির বৃষ্টিতে ভিজল রাঙ্গামাটি রাতে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মারা গেলেন অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বব কাউপার লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’ বোর্ডের অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল কোহলি রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে ট্রাইব্যুনাল অধ্যাদেশ জারি ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ এলডিসি থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের জাপার নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে অভিযোগ দেবে গণঅধিকার

বোমা হামলার হুমকি, উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৫:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৫:৩১:৩৯ অপরাহ্ন
বোমা হামলার হুমকি, উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এলো এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়ার একটি বিমান মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার সময় উড্ডয়নের আট ঘণ্টা পর ফিরে এসেছে। বোয়িং ৭৭৭ বিমানটির ক্রুরা ‌বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইতে ফিরে আসে।

সোমবার (১০ মার্চ) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি ভোর ২টার দিকে মুম্বাই থেকে উড়ে যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটের দিকে মুম্বাইয়ে ফিরে আসে। ফ্লাইটটিতে ৩০৩ জন যাত্রী এবং ১৯ জন ক্রু ছিলেন। 
 

 বিমানটি যখন আজারবাইজানের উপর দিয়ে উড়ছিল, তখন বিমানের ক্রুরা বোমা হামলার হুমকি পান। পরে এটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইয়ে ফিরে আসে।
 
অবতরণের পর, বোমা সনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে হুমকি সতর্কতাটি ‌‘ভুয়া’ বলে প্রমাণিত হয়।

এখন ফ্লাইটটি মঙ্গলবার ভোর ৫টায় উড্ডয়ন করবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে।

এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সহায়তা দেয়া হয়েছে বলেও জানানো হয়।
 
বিমান সংস্থাটি আরও জানায়, ‘১০ মার্চ মুম্বাই-নিউইয়র্ক (জেএফকে) রুটে চলাচলকারী এআই১১৯ বিমানটিতে মাঝপথে একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়। প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করার পর, সব যাত্রীর নিরাপত্তার স্বার্থে, বিমানটি মুম্বাইতে ফিরে আসে। স্থানীয় সময় ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) বিমানটি নিরাপদে মুম্বাইতে ফিরে আসে।’
 
 
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো বিমানটি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করছে এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে। ১১ মার্চ ভোর ৫টায় ফ্লাইটটি পরিচালনার জন্য পুনরায় সময়সূচি করা হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত সব যাত্রীর হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। এই বিঘ্নের কারণে আমাদের সহকর্মীরা যাত্রীদের অসুবিধা কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করছেন। সবসময় এয়ার ইন্ডিয়া যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’
 
কিন্তু কিভাবে হুমকিটি তারা পেলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

কমেন্ট বক্স
মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী

মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী