মেজর লিগ সকারে বাংলাদেশ সময় সোমবার (১০ মার্চ) সকালে শার্লট এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি লিওনেল মেসি।
শার্লট এফসির বিপক্ষে প্রথমার্ধেই ১০ জনে পরিণত হয় মায়ামি। ম্যাচের ৩৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। এরপর দলের তৃতীয় গোলরক্ষক রোকোকে নামায় মায়ামি কোচ।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন তাদেও অ্যালেন্ডে। এনিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন এই আর্জেন্টাইন।
দ্বিতীয়ার্ধের পুরো সময়ে ১০ জন নিয়ে খেললেও শেষ পর্যন্ত গোল হজম করতে হয়নি মায়ামিকে। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে অপরাজিত আছে মেসির দল।
মেসি সবশেষ মায়ামির হয়ে মাঠে নেমেছেন গত মাসের ২৬ তারিখ। শেষ তিন ম্যাচে তাকে পেল না দল। যদিও মায়ামির কোচ মাশচেরানো ম্যাচের আগে জানিয়েছেন, আগের চেয়ে অনেক সুস্থ আছেন মেসি।