ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের অভিনীত নাটক মানেই হিট। তবে ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্কের গুঞ্জন কম নয়। এবার ঈদে, রুবেল হাসানের নির্মাণে এই জুটি বিয়ের পিঁড়িতে বসছেন ‘বউয়ের বিয়ে’ নাটকে।
নাটকের গল্পে দেখা যাবে, এক মফস্বল শহরে পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। দুই পরিবারের মধ্যে সারাক্ষণ খুনসুটি আর প্রতিযোগিতা চলতে থাকে। কখনো দ্বন্দ্ব, কখনো ভালোবাসা — এই টানাপোড়েনের মধ্যেই নাজিম-হেনার প্রেম ধীরে ধীরে বিয়েতে পরিণত হয়।
হেনার চরিত্রে তটিনী আর নাজিমের চরিত্রে ইয়াশ রোহান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা এবং চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন সুমন।
নির্মাতা রুবেল হাসান বলেন, “ঈদের জন্য আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বানিয়েছি। যেখানে দুই পরিবারের সম্পর্ক, গোপন বিয়ে আর পরিবারের জটিলতা নিয়ে এগোবে গল্প।”
সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘বউয়ের বিয়ে’ নাটকটি ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।