মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) দশম গ্রেডের প্রদর্শক, গবেষণা সহকারীসহ কয়েকটি পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় চাকরিপ্রত্যাশীরা হতাশা প্রকাশ করেছেন।
২০২০ সালের অক্টোবরে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির পর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০২৩ সালের এপ্রিল মাসে, এবং মে-জুনে ভাইভা অনুষ্ঠিত হয়। তবে, এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি।
চাকরিপ্রত্যাশীরা জানিয়েছেন, দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কার্যকর কোনো সমাধান পাননি তারা।
তাদের দাবি, ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে এবং ফাঁকা পদগুলোও এই নিয়োগ থেকে পূরণ করা উচিত।
মাউশির উপ-পরিচালক (প্রশাসন) মো. শাহজাহান জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও কোটার জটিলতার কারণে নিয়োগে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে, যা পেলে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।