জাতীয় সংসদের স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান অসাংবিধানিক ঘোষণা করার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয় সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী ৮ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে, গত সোমবার গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথবাক্য পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। তিনি জানান, সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। তবে পরবর্তীতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। রিটে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন, তেমনই রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন।