ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পর আবারও উত্তেজনা দেখা দিয়েছে। কুকি-জো সম্প্রদায়ের ডাকে রোববার (৯ মার্চ) থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট, যা রাজ্যের বিভিন্ন অঞ্চলে সহিংসতা সৃষ্টি করেছে। পার্বত্য অঞ্চলের উপজাতি অধ্যুষিত কাংপোকপি জেলায় পুলিশ এবং কুকি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে পুলিশ সদস্য ও একাধিক নারী রয়েছেন।
অঞ্চলটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে এবং সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে ৪৮ ঘণ্টার অভিযানে কমপক্ষে ১৭ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করা হয়েছে।
গত মাসে মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের পদত্যাগের পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যার ফলে রাজ্যের প্রশাসন কেন্দ্রের হাতে চলে যায়। বিগত দেড় বছর ধরে রাজ্যটি জাতিগত সহিংসতার সম্মুখীন হয়েছে, যা এখন পর্যন্ত অন্তত আড়াইশ' মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
Mytv Online