যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ট্রাম্পের যা ইচ্ছা, তা-ই করতে পারেন — ইরান হুমকির মুখে নতি স্বীকার করবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাবের চিঠির জবাবে পেজেশকিয়ান বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) যে আদেশ দেয় বা হুমকি দেয়, তা ইরানের জন্য অগ্রহণযোগ্য। আমি আপনার সঙ্গে কোনও আলোচনা করব না। আপনি যা ইচ্ছা তাই করুন।”
এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেন, হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না। তার এই মন্তব্য আসে ট্রাম্পের নতুন পারমাণবিক চুক্তির জন্য আলোচনার আহ্বান জানিয়ে পাঠানো চিঠির পরপরই।
বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে পেজেশকিয়ানের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।