ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্কের স্পেসএক্স-এর সঙ্গে চুক্তি করেছে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স জিও। আজ (বুধবার) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই চুক্তির আওতায় জিও গ্রাহকরা স্টারলিংকের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন, যা ভারতের শহর থেকে প্রত্যন্ত গ্রাম — সব জায়গায় ইন্টারনেট সংযোগের নতুন দুয়ার খুলবে।
এই ঘোষণার একদিন আগেই স্পেসএক্স একই ধরনের চুক্তি করেছে জিওর প্রতিদ্বন্দ্বী টেলিকম কোম্পানি এয়ারটেল-এর সঙ্গে। মাস্ক ও আম্বানির মধ্যে কয়েক মাস ধরে স্যাটেলাইট তরঙ্গ বরাদ্দ নিয়ে চলা বিতর্কের পর এই চুক্তির খবর এল।
ভারতে স্টারলিংক সেবা নিয়ে বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই। কারণ, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে পারলেও এর সম্ভাব্য উচ্চমূল্য এবং তরঙ্গ বরাদ্দের প্রক্রিয়া নিয়ে সংশয় ছিল। তবে জিও ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসায় এই সেবা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় স্টারলিংক সংযোগের প্রয়োজনীয় সরঞ্জাম জিওর খুচরা দোকানে পাওয়া যাবে। পাশাপাশি ইনস্টলেশন ও গ্রাহক সহায়তা সেবাও দেবে জিও। এতে করে ভারতের সবচেয়ে দুর্গম অঞ্চলগুলোকেও দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনা সম্ভব হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "বিশ্বের সবচেয়ে বড় মোবাইল অপারেটর জিওর ডাটা নেটওয়ার্ক ব্যবহার করে, স্টারলিংক ও জিও মিলে ভারতের শহর ও গ্রামে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেবে।"
তবে চুক্তি কার্যকর হতে হলে স্পেসএক্সকে ভারতের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, স্টারলিংকের লাইসেন্স প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
এর পাশাপাশি, মুকেশ আম্বানির জিও নিজস্ব স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা চালুরও পরিকল্পনা করছে। ২০২২ সালে লুক্সেমবার্গের এসইএস-এর সঙ্গে যৌথ উদ্যোগের ঘোষণা দেয় তারা।
এদিকে, ইলন মাস্ক গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় ভারতের বাজারে টেসলা চালুর কথাও জানান তিনি।