ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য : লুবাবা যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান কোরবানির ঈদে লবণের কোনও সংকট হবে না: শিল্প সচিব পাকিস্তানিদের জন্য আমার হৃদয়ে ঘৃণা নেই : রণবীর সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রুমেইসা যুদ্ধবিরতির পর মোদিকে চিঠিতে যা লিখলেন রাহুল স্বস্তির বৃষ্টিতে ভিজল রাঙ্গামাটি রাতে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মারা গেলেন অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বব কাউপার লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’ বোর্ডের অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল কোহলি রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে ট্রাইব্যুনাল অধ্যাদেশ জারি ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ এলডিসি থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের জাপার নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে অভিযোগ দেবে গণঅধিকার

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৩:৪৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৩:৪৫:৪৯ অপরাহ্ন
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ জলকামান ও লাঠিচার্জ করেছে, এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন। এই ঘটনা ঘটে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে, যখন আন্দোলনরত শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে, তৃতীয় ধাপে বাদ পড়া শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তবে, বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। তাদের মিছিলটি কদম ফোয়ারা কাছে আসলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ জলকামান ব্যবহার করে এবং তাতেও কাজ না হলে লাঠিচার্জ করে। এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দিন বলেন, “জাতীয়করণ থেকে বাদ পড়া ৪ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব বিদ্যালয়ে পড়া প্রায় ৮ লাখ শিক্ষার্থী মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।” তিনি আরও বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ হলেও সমযোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ৪ হাজার বিদ্যালয় বাদ পড়ে যায়।

ফিরোজ উদ্দিন জানান, ২০১৫ সাল থেকে তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন, এবং ২০১৮, ২০১৯, ২০২৪-এ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারি মাসে আন্দোলন কর্মসূচি পালন করা হয়, যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে ইস্যু করা হয়। শিক্ষকরা এখন চিঠিটির দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এদিকে, পুলিশের এ ধরনের আক্রমণের ঘটনায় আন্দোলনরত শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কমেন্ট বক্স
মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী

মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী