রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দম্পতি রুপা বেগম ওরফে জান্নাত এবং নাজিম হোসেন আদালতে দোষ স্বীকার করেছেন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বুধবার (১২ মার্চ) তাদেরকে আদালতে হাজির করা হয় এবং তারা ঘটনা সম্পর্কিত দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দেন।
উত্তরখান থানার উপ-পরিদর্শক জাহিদুল হাসান মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিন রুপার এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নাজিমের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ১০ মার্চ সকালে রাজধানীর উত্তরা এলাকার পুরানপাড়া থেকে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরা একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া ১১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা এখন তদন্তাধীন রয়েছে।