অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী মো. ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় ওমর ফারুকের বিরুদ্ধে ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ৫৭টি ব্যাংক হিসাবে ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অন্য মামলায় তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে আয়ের উৎস গোপন করার অভিযোগ উঠেছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে সম্পদ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে আয়ের প্রকৃত উৎস আড়াল করা হয়েছে। তাই দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর আওতায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে দুদক কর্মকর্তা বলেন, "আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতেই মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হবে।"
Mytv Online