৬০তম জন্মদিনের ঠিক আগে বলিউডের পারফেকশনিস্ট আমির খানের বাড়িতে চমক দিলেন শাহরুখ খান ও সালমান খান! তিন সুপারস্টারের একসঙ্গে হাজির হওয়া নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা, আর তাদের একসঙ্গে দেখা মাত্রই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে, আমিরের বাড়ির লিফট থেকে নামছেন সালমান ও আমির। সাদা শার্টে স্বভাবসুলভ স্টাইলে সালমান, আর গ্রে টি-শার্টে ছিলেন আমির। বন্ধুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে বেরিয়ে আসেন আমির নিজেই। পরে হুডি আর ছাতার আড়ালে দেখা যায় শাহরুখ খানকে।
আগামী ১৪ মার্চ ৬০ বছরে পা রাখছেন আমির খান। তার আগেই এই বন্ধুত্বপূর্ণ আড্ডা নিয়ে বলিউডে জোর গুঞ্জন — তবে কি নতুন ছবির পরিকল্পনা চলছে?
এর আগেও অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সঙ্গীতে একসঙ্গে নেচেছিলেন তিন তারকা। সেই সময় আমির নিজেই বলেছিলেন, "তিনজনকে একসঙ্গে নিয়ে একটা ছবি না হলে খুব খারাপ হবে। কিন্তু দরকার ভালো গল্প আর চিত্রনাট্য।"
এদিকে, আমির ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘সিতারে জমিন পার’ নিয়ে। শাহরুখের হাতে রয়েছে সুজয় ঘোষের ‘কিং’, আর সালমান ফিরছেন এআর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।