ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের সিদ্ধান্ত থেকে ফিরে এলেন ট্রাম্প মালভিনাস নামের ওপর আর্জেন্টিনার জেদ কেন একটি কৌশলগত সমস্যা? বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার সর্বোচ্চ চাপের মুখে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ইসরাইলের উলফ পুরস্কার প্রত্যাখ্যান পাকিস্তানি স্থপতি ইয়াসমিন লারি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে দিল্লিকে বার্তা বিশেষ বিসিএসে নিয়োগ পাবে ২ হাজার চিকিৎসক যুদ্ধবিরতি কার্যকরে এবার একগুচ্ছ শর্ত দিলো রাশিয়া দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে আটকা ছিলেন ছয় দিন, বাঁচলেন অলৌকিকভাবে সেই ছাত্রদল নেতার জামিন ভারতে হোলি উৎসবের আগে ত্রিপলে ঢেকে দেয়া হচ্ছে মসজিদ! নাসার শীর্ষ বিজ্ঞানীসহ ২৩ জন চাকরিচ্যুত এনআইডির কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত: ইসি সচিব পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ হচ্ছে শুক্রবার থেকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল আক্রমণ করবেন না, আমাদের কাজ করতে দিন: আইজিপি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে জার্মান সেনাবাহিনীতে তীব্র সেনা সংকট গির্জায় সুব্রত বৈদ্য হত্যা মামলায় সব আসামি খালাস

গির্জায় সুব্রত বৈদ্য হত্যা মামলায় সব আসামি খালাস

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০২:৪৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০২:৪৮:২৮ অপরাহ্ন
গির্জায় সুব্রত বৈদ্য হত্যা মামলায় সব আসামি খালাস
রাজধানীর মিরপুরের একটি গির্জায় শিক্ষক সুব্রত বৈদ্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া আসামিরা হলেন — রিপন দাস, শিমন শিকদার ও প্রভুদান বাড়ৈ। এর মধ্যে প্রভুদান বাড়ৈ পলাতক। রিপন দাস ও শিমন শিকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, মিরপুরের মেথড লিস্ট চার্চে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার পর প্রেমিকা নীপা দাসের ডাকে ৪র্থ তলায় যান সুব্রত। কিছুক্ষণ পর নীপা দাস ফোন করে সুব্রতার পরিবারকে জানায়, সুব্রত অসুস্থ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীপার পরিবার দাবি করে, সুব্রত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সুব্রতের বোন সুবর্ণা বৈদ্য প্রথমে দারুস সালাম থানায় অপমৃত্যুর মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যা মামলা করতে চাইলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে আদালতে মামলা করলে, আদালতের নির্দেশে থানায় মামলা রুজু করা হয়।

২০১৩ সালের ২৭ অক্টোবর, এসআই শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু বিচার চলাকালে নীপা দাস, তার বাবা নিবারণ দাস ও মা লিন্ডা দাস মারা যান। ফলে আদালত তাদের অব্যাহতি দেন।

১৩ বছর পর প্রমাণের অভাবে সব আসামি বেকসুর খালাস পেলেও, সুব্রতের পরিবার হতাশা প্রকাশ করেছেন।

সুবর্ণা বৈদ্য বলেন, “আমার ভাই সুব্রত হত্যার ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।”

স্থানীয়রা বলছেন, সুব্রতের অকালমৃত্যু ও তার পরিবারের লড়াই-এর চূড়ান্ত সমাধান যেন এখনো অপূরণীয় থেকে গেল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের সিদ্ধান্ত থেকে ফিরে এলেন ট্রাম্প

ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের সিদ্ধান্ত থেকে ফিরে এলেন ট্রাম্প