চাঁদপুরের ফরিদগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন কাবীকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভিন সাদিক দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
শাওন কাবীর আইনজীবী দুলাল মিয়া পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। শাওন কাবী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন এবং তিনি চরমঘুয়া বেপারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, শাওন কাবী সড়কে যানবাহনের গতিরোধ করে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। ১১ মার্চ রাতে তাকে গ্রেপ্তার করে পরদিন ১২ মার্চ কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায়, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি পত্রে শাওন কাবীকে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
Mytv Online