ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া এপ্রিলেই ৯ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী: রিপোর্ট কাশ্মির সীমান্তে ফের বাংকার তৈরির হিড়িক যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পঞ্চম যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত-পাকিস্তান! ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও উপত্যকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরাইল নেটিজেনদের মন্তব্যের উত্তরে নুসরাত বললেন, ‘তারা ফ্রাস্ট্রেটেড’ দুদিনের অসুস্থতা ছুটির জন্য লাগবে না চিকিৎসা সনদ জোট নয়, এককভাবেই নির্বাচন করবে গণঅধিকার পরিষদ দাবানলে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এখনো পুড়ছে বৈবাহিক জীবনে ‘ধর্ষণ’ শব্দের প্রয়োগ অবমাননাকর : জামায়াত আমির সরকারের ভুল নীতির কারণে শ্রমিক ছাঁটাই হচ্ছে: রিজভী পাকিস্তানকে কোণঠাসা করতে আফগানিস্তানকে কাছে টানছে ভারত এখনই জাতীয় দলে খেলতে পারবেন না বৈভব, আইসিসির যে নিয়ম বাধা কুয়েটে অন্তবর্তী উপাচার্যের দায়িত্বে অধ্যাপক ড. হযরত আলী উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা সশস্ত্র মহড়া শুরু করল পাকিস্তান সেনাবাহিনী ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাত-শিলাবৃষ্টি

দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে আটকা ছিলেন ছয় দিন, বাঁচলেন অলৌকিকভাবে

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:১১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:১১:৩৮ অপরাহ্ন
দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে আটকা ছিলেন ছয় দিন, বাঁচলেন অলৌকিকভাবে
গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময় হঠাৎ গাড়ি পড়ে যায় একটি সরু জলাধারে। সেখানে এমনভাবে গাড়িটি আটকে যায় যে, তিনি আর বের হতে পারছিলেন না। এমন করে টানা ছয়দিন আটকা ছিলেন। তবে এক ব্যক্তি গাড়িটি দেখতে পাওয়ার পর অবশেষে আটকাবস্থা থেকে মুক্তি পান তিনি। ছয়দিন আটকা থাকলেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি।



ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। স্থানীয় নিউটন কাউন্টির পুলিশ কর্মকর্তা শেনন কোঠরান সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ ঘটনার বিস্তারিত জানিয়েছে। তিনি বলেছেন, ব্রিয়োনা কাসেল নামে ৪১ বছর বয়সী ওই নারীর গাড়িটি গত মঙ্গলবার দেখতে পান এক ব্যক্তি। তিনি ড্রেনেজের যন্ত্রাংশের অপারেটরের কাজ করেন। এরপর তিনি তার সুপারভাইজারকে বিষয়টি জানান। তারা গাড়িটির কাছে গিয়ে ভেতরে নারীকে দেখতে পান। ওই সময় এ নারীর জ্ঞান ছিল এবং তিনি কথাও বলতে পারছিলেন। এরপর বেশ কয়েকটি সংস্থার উদ্ধারকারীরা এসে তাকে উদ্ধার করে শিকাগো হাসেপাতালে নিয়ে যায়।

এই নারী নিখোঁজ হওয়ার পর তার পরিবার তার খোঁজে পুলিশের দারস্থ হয়েছিল। এর কয়েকদিন পর তারা তার সন্ধান পান।


এবিসি নিউজকে ব্রিয়োনা কাসেলের বাবা ডেলমার ক্যাল্ডওয়েল বলেছেন, তার মেয়ে বৃহস্পতিবার থেকে গাড়ির ভেতর আটকা ছিলেন। ওইদিন রাতে গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন। এক সময় তার গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে জলাধারে পড়ে যায়। তার গাড়িটি যেখানে পড়েছিল সেই স্থানটি রাস্তা থেকে দেখা যায় না। এ কারণে রাস্তার কারও নজরে তিনি পড়েননি।




তিনি আরও জানিয়েছেন, তার মেয়ে পা এবং কোমরে আঘাত পেয়েছে। এছাড়া তার ফোনটি পাওয়া গিয়েছিল সিটের নিচ থেকে। অর্থাৎ তিনি তার ফোনটি হাতে নিয়ে কাউকে কল করতে পারছিলেন না।”

এই ছয়দিন তিনি পানি খেতে পেরেছিলেন। যা তাকে বাঁচিয়ে রাখতে সহায়তা করেছে। তার বাবা বলেছেন, “সে তার হুডিটি পানিতে ডুবিয়ে সেটি মুখে ঢুকিয়ে পানি খেতে পেরেছিল।”

সূত্র: এএফপি



 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া

ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া