ভারতে হোলি উৎসব ও রমজানের জুম্মা একই দিনে পড়ায়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উত্তর প্রদেশের সম্ভল জেলায় ১০টি মসজিদ ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এনডিটিভি জানিয়েছে, চৌপাই শোভাযাত্রার রুটে চিহ্নিত মসজিদগুলো ঢেকে দেওয়া হবে, যাতে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এড়ানো যায়।
সম্ভলের এসপি শ্রীশ চন্দ্র জানিয়েছেন, দুই ধর্মের উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাশাপাশি, জুমার নামাজ ও হোলির শোভাযাত্রা যেন একই সময়ে না হয়, সে জন্য সময়সূচি সামঞ্জস্য করার চুক্তিও হয়েছে — নামাজ হোলির শোভাযাত্রার আগে বা পরে অনুষ্ঠিত হবে।