বাংলাদেশে চার দিনের সফরের অংশ হিসেবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।শুক্রবার প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানা গেছে।
এটি বাংলাদেশে গুতেরেসের দ্বিতীয় সফর।রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধিতে এবং এই সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফেরাতে তার এই সফর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তার এই সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং আজ প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।
শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। ওইদিন বিকেলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করবেন গুতেরেস।