সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত।বৈষ্ণব অনুসারীদের মতে, দোল পূর্ণিমায় রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেদিনকে স্মরণ করেই ভক্তরা এদিন মেতে ওঠে রং খেলায়। হিন্দুধর্মে এ দিন প্রেম, বসন্ত ও মঙ্গলের প্রতীক।
দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে আজ শুক্রবার (১৪ মার্চ) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
উৎসবে অংশ নিতে সকাল থেকেই ভিড় জমতে দেখা যায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এদিন ঈশ্বরের পায়ে আবির ছোঁয়ানোর পর সে শুদ্ধ রঙে নিজেকে রাঙাতে শুরু করেন ভক্তরা। মেতে ওঠেন আবির খেলায়।
সব অন্ধকার ঘুচে জীবন যেন রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে সে লক্ষ্যেই প্রতীকী এ রঙের খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।ভক্তদের চাওয়া, আবিরের শুদ্ধ রং লাগুক সবার মনে। সে রঙের ছোঁয়ায় বন্ধ হোক নারী সহিংসতাসহ সব অপকর্ম।