ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি : ফখরুল একক অ্যালবামে জোর দিচ্ছেন জে-হোপ ভুট্টাক্ষেতে নারীর মরদেহ, নির্যাতনের পর হত্যার অভিযোগ নারীদের সুরক্ষায় ঢাকার গণপরিবহনে ‌‘হেল্প’ অ্যাপ চালু 'সুমাইয়াকে মাইরা ফালাইছি, আমি আর বাঁচমু না' আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের লাগবেই: নেটোপ্রধানকে ট্রাম্প নাটোরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ রাজশাহীতে ‘বাংলাবান্ধার’ ধাক্কায় ‘পদ্মার’ বগি লাইনচ্যুত, এক লাইনে ট্রেন বন্ধ গুতেরেসের সঙ্গে বৈঠক, যা বললেন রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে সবাইকে টেক্কা দিচ্ছেন দেম্বেলে বিচারহীনতার কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে: জামায়াত আমির লাখ টাকার বান্ডেল হাজার টাকায় বিক্রি! যুদ্ধবিরতি নিয়ে ‘খেলবেন না,’ পুতিনকে সতর্ক করলেন স্টারমার রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ ছিনতাইকারী আটক রাজনীতিকদের দলগুলোর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক শুরু ভয়ংকর রূপে ফিরছেন অ্যালেন স্বপন!

চিরনিদ্রায় শায়িত ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১০:৩২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১০:৩২:৩০ পূর্বাহ্ন
চিরনিদ্রায় শায়িত ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক
রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মরদেহ। গতকাল বিকেলে তার দাফন সম্পন্ন করা হয়।রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। 

এর আগে ৬ মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে (রমনায়) গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান এই শিক্ষক। তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শুরুর পর অধ্যাপক আরেফিনকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এর পর থেকে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন।




অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের জন্ম ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২৬ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে। তার পুরো নাম আবু আহসান মো. সামসুল আরেফিন সিদ্দিক। পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে ১৯৮০ খ্রিষ্টাব্দে এই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন আরেফিন সিদ্দিক। ভারতের মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আরেফিন সিদ্দিক।

২০০৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আরেফিন সিদ্দিক। ২০১৭ খ্রিষ্টাব্দে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ খ্রিষ্টাব্দের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। অধ্যাপক আরেফিন একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর আরেফিন সিদ্দিক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
 

কমেন্ট বক্স
জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি : ফখরুল

জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি : ফখরুল