বাংলাদেশ সফরের তৃতীয় দিনেও কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (১৫ মার্চ) সকাল ৯টায় তিনি ঢাকার গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন।
সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কয়েকটি সেশনে অংশ নেন তিনি। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওনা দেন গুতেরেস।
হোটেলে দুপুর থেকে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া বাংলাদেশের সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবেন জাতিসংঘ মহাসচিব।
সফরের শেষ দিকে বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন গুতেরেস। এই সফরে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকট এবং উন্নয়নমূলক বিভিন্ন ইস্যু নিয়ে তার মতামত ও সুপারিশ উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।