পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ১৪ মার্চ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বেলুচিস্তানে সন্ত্রাসী ঘটনাগুলোর মূল পৃষ্ঠপোষক ভারত।
তিনি বলেন, বেলুচিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা এবং অতীতে ঘটে যাওয়া অন্যান্য হামলার মূল পৃষ্ঠপোষক হল ভারত, এবং জাফর এক্সপ্রেসে হামলাও তাদের মদদে হয়েছিল।
তিনি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, "আমরা জানি, এই আক্রমণের প্রধান পৃষ্ঠপোষক হল আপনার পূর্ব প্রতিবেশী (ভারত)।"
এছাড়া, গত মঙ্গলবার নিষিদ্ধ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে প্রায় ৪০০ যাত্রীকে জিম্মি করে। নিরাপত্তা বাহিনী অভিযানে ৩৩ জন হামলাকারীকে হত্যা করে এবং ৩৫৪ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এই অভিযানে ২৬ জন জিম্মি নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন সামরিক বাহিনীর সদস্য, তিনজন রেলওয়ের কর্মী এবং পাঁচজন সাধারণ নাগরিক ছিলেন। পাঁচজন নিরাপত্তা কর্মীও শহিদ হয়েছেন।
এছাড়া, ৩৭ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইএসপিআরের মহাপরিচালক।
Mytv Online