যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ৪৩টি দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নিষেধাজ্ঞা, ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে আরও ব্যাপক হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা তিনটি তালিকা প্রস্তাব করেছেন: লাল, কমলা ও হলুদ তালিকা। লাল তালিকায় ১১টি দেশ রয়েছে, যেখানে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। এসব দেশ হলো— আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।
এই তালিকাটি মার্কিন পররাষ্ট্র দপ্তর কয়েক সপ্তাহ আগে তৈরি করেছে এবং হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই এতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। তালিকাটি পর্যালোচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, দূতাবাস, আঞ্চলিক দপ্তর এবং গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কমলা তালিকায় ১০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে, যা হলো— বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান এবং তুর্কমিনিস্তান। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ আংশিকভাবে নিষিদ্ধ হবে। বিশেষভাবে, ধনী ব্যবসায়ীরা প্রবেশ করতে পারবেন, তবে অভিবাসী বা পর্যটন ভিসায় আসা ব্যক্তিরা নিষিদ্ধ থাকবেন।