জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে চলমান গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংস্কারের প্রশংসা করেছেন এবং এই সংস্কারগুলোর সকল ক্ষেত্রে লক্ষ্য রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, "এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে আমি উজ্জ্বীবিত।"
শনিবার সকালে ঢাকায় নতুন জাতিসংঘ ভবন পরিদর্শন শেষে গুতেরেস এসব মন্তব্য করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে বলেন, জাতিসংঘ বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, তার উদার উদ্যোগকে বিশ্ব সম্প্রদায়কে সম্পূর্ণভাবে সমর্থন করা উচিত।"
এছাড়া, গুতেরেস জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ সর্বদা সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।