ঈদ উপলক্ষে জাল টাকার ব্যবসা বৃদ্ধি পেয়েছে, এবং বর্তমানে ১ লাখ টাকার বান্ডেল মাত্র ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে, যারা জাল টাকা তৈরির সরঞ্জামসহ ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, ঈদে মানুষের কর্মব্যস্ততার সুযোগ নিয়ে চক্রটি ইতিমধ্যে ৩০ থেকে ৪০ লাখ টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েছে।
বছরের এই সময়ে চাহিদা বাড়ার কারণে জাল টাকা তৈরির চক্র সক্রিয় হয়ে ওঠে এবং মানুষকে ফাঁকি দিয়ে সেগুলো বাজারে ছড়িয়ে দেয়। নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে পুলিশ জালনোট তৈরির সরঞ্জাম এবং ২০ লাখ টাকা সমপরিমাণ জাল নোট উদ্ধার করেছে। এই জাল নোটগুলোর বেশিরভাগই বি-ক্যাটাগরির, যা সহজেই চোখে পড়ে না যদি কেউ সতর্ক না থাকে।
পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে এজেন্টদের মাধ্যমে ৪০ লাখ টাকার বেশি জাল নোট বাজারে ছড়ানো হয়েছে। আটকদের বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জনসাধারণকে টাকা লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।