২০২৫ সালের প্রথম তিন মাসের সেরা খেলোয়াড় হিসেবে ওসমান দেম্বেলের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
চলতি মৌসুমে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং পিএসজির হয়ে একের পর এক ম্যাচে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে বিদায় করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ গোলটি পিএসজির কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
দেম্বেলের এবারের পারফরম্যান্স এতটাই শ্বাসরুদ্ধকর, যে ফরাসি সংবাদমাধ্যম লে'ইকুইপের একটি জরিপে তিনি ব্যালন ডি'অরের সম্ভাব্য বিজয়ী হিসেবে ৪০.৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তিনি বার্সেলোনার রাফিনিয়াকে পেছনে ফেলেছেন এবং মোহাম্মেদ সালাহর মতো তারকাকেও ব্যাটেলটি থেকে ছিটকে দিয়েছেন।
এই বছরের প্রথম তিন মাসে, দেম্বেলে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেছেন, যা ২০১৮ সালের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো ফুটবলারের পক্ষেও সম্ভব হয়নি। তার এমন পারফরম্যান্স তাকে ব্যালন ডি'অর জয়ের দৌড়ে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে তুলে ধরছে।