দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত বয়ব্যান্ড বিটিএস সদস্যরা এখন সামরিক প্রশিক্ষণে। তবে প্রশিক্ষণের মাঝে সময় বের করে বিটিএস ব্যান্ডের সাত সদস্যরা এখন একক অ্যালবাম তৈরিতে আগ্রহী। যে কারণে ক্যারিয়ারে বড় সিদ্ধান্ত নিয়েছেন বিটিএস সদস্য জং হোসোক, যার স্টেজ নাম জে-হোপ।জে হোপ একাধারে দক্ষিণ কোরিয়ার একজন র্যাপার, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী। তার গান ও নাচ মাতিয়ে রাখে বিভিন্ন দেশের দর্শকদের।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত এ গায়ক জিমি ফ্যালনের দ্য টুনাইট শো স্ট্যারিং দিয়ে গত ১০ মার্চ গানের জগতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ বিরতির পর প্রথমবার কোনো টকশোতে এটা ছিল তার একক উপস্থিতি।
পর্বটি প্রচারিত হওয়ার পর এই কে-পপ তারকা অন্তর্জালে বিটিএস আর্মিদের সঙ্গে লাইভে সংযুক্ত হন। সেখানে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়ে বলেন,
আমার কাছে একটি বড় খবর আছে এবং খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।এমন ঘোষণার পর লাইভ সেশনেও অংশ নিতে দেখা যায় জে -হোপকে। সেখানে নিয়মিত আড্ডায় ভক্তদের চমকে দিয়ে নতুন সংগীত প্রকাশের ঘোষণা দেন। বলেন, সর্বশেষ এককের সাফল্যের পর দুটি একক প্রকাশের পরিকল্পনা রয়েছে আমার।
প্রসঙ্গত, জে -হোপের সর্বশেষ একক রোমান্টিক ট্র্যাক ‘সুইট ড্রিমস’ গত ৭ মার্চ মুক্তি পেয়েছে। এটি তার বিশেষ অ্যালবাম 'হোপ অন দ্য স্ট্রিট ভলিউম ওয়ান' প্রকাশের পরে প্রথম একক।
Mytv Online