ঢাকার সরকারি সাতটি কলেজ নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যার নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)।
আজ রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এই সিদ্ধান্তের আওতায়, ঢাকা শহরের ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে একত্রিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে। এসব কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোর মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় দুই লাখ।
এই উদ্যোগটি ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল, যখন তখনকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে সরকারি কলেজগুলোকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার পরিকল্পনা করা হয়। বর্তমানে এই সাত কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে।