চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলায় ট্রাক ও ভটভটির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।রোববার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আতাহার বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভুটভুটি ড্রাইভার নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর গ্রামের মো. আল আমিন (২৮)। আহত মিলন হো ব্যক্তি একই উপজেলার চকশল্লা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মিলন হোসেন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ভটভটি চালক আল আমিন। এ ঘটনায় মো. মিলন হোসেন নামে অন্য একজন আহত হুন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।