বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করতে চায় চীন। বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও চুক্তির লক্ষ্যে আগামী ২৬ মার্চ চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর।
রোববার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং খাতে বিপ্লব আনতে চায় অন্তর্বর্তী সরকার। চীন সফরকালে বড় বিনিয়োগ আকর্ষণ, কারখানা স্থাপন এবং চায়নিজ হেলথ কেয়ারের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
প্রেস সচিব জানান, সফরের মূল আকর্ষণ ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। এছাড়া চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বৈঠক হবে, যেখানে বাংলাদেশের শিল্পায়ন ও বিনিয়োগ প্রসারের বিষয়টি গুরুত্ব পাবে। চীনের স্বাস্থ্য খাতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়তে চায় বাংলাদেশ, যাতে তারা দেশে নতুন বিনিয়োগের সুযোগ খোঁজে।
সফরসূচির অংশ হিসেবে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।