মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, যেখানে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, কানসাসে ৮ জন মারা গেছেন।
টর্নেডোর আঘাতে ধুলার ঝড়ের কারণে ৫৫টির বেশি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড বাতাসে গাড়ি উড়ে যাচ্ছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সাতটি অঙ্গরাজ্যে প্রায় আড়াই লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর মধ্যে মিশিগান, মিসৌরি ও ইলিনয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মিসৌরির গভর্নর আরও টর্নেডোর সতর্কতা জারি করেছেন।
সিবিএস নিউজের তথ্যমতে, টর্নেডোর ধ্বংসযজ্ঞ টেক্সাস ও ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে। শতাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে, এতে ইতোমধ্যে ২৭,৫০০ একর জমি পুড়ে গেছে। ওকলাহোমা ফরেস্ট্রি সার্ভিস ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। একই সঙ্গে নতুন করে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোর কারণে ব্যাপক প্রাণহানি ও সম্পদহানি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজ চলছে এবং ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।