ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামজায় ভর করে দিনবদলের স্বপ্ন– কতটা বাস্তব, কতটা কঠিন চট্টগ্রাম ও রাজশাহীতে ফরেনসিক ডিএনএ ল্যাব শিগগিরই মানবতা যেখানে বিপর্যয় হবে, সেখানে আমরা ছুটে যাব : জামায়াত আমির ড্রোনের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার ধ্বংস পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি দানবীয় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪০ জনের মৃত্যু ইউরোপে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, ২০ জন আটক নয় মাস পর পৃথিবীতে ফেরার পথ খুললো দুই নভোচারীর ‘ট্রিট’ পেয়ে চুরি করা দামি মোবাইল ফোন ফেরত দিল বানর দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ‘সুস্পষ্ট রোডম্যাপ’ রয়েছে: মোদী নাগার শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা হুথিদের লক্ষ্য করে আবারো বিমান হামলা যুক্তরাষ্ট্রের কেরাণীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড রমজানে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচপাম্প চালানোর অনুরোধ বাঁচার জন্য লড়ছে গাজায় অবরুদ্ধ ১০ লাখ শিশু মানবদেহ মহাকাশ ভ্রমণের উপযোগী নয় বৃষ্টিতে ভিজে কিছুটা শীতল হলো ঢাকা ‘বশির সাহেব কথা রাখতেছেন’ বাণিজ্য উপদেষ্টার প্রশংসায় হাসনাত আব্দুল্লাহ আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, এর মধ্যেই সংস্কার করতে হবে: প্রধান উপদেষ্টা মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বিদেশি শিক্ষার্থীরা, পাকিস্তান-আফগানিস্তানে ক্ষোভ

ডিএমটিসিএল কর্মীদের মারধর, ২ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৫৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:৫৩:২৯ অপরাহ্ন
ডিএমটিসিএল কর্মীদের মারধর, ২ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দুজনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্তে ৩ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানা যায়।
সোমবার সচিবালয় স্টেশনে মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ এসব তথ্য জানান ।

তিনি বলেন, ডিএমটিসিএলের ৪ কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় ইতোমধ্যে এমআরটি পুলিশের এক এসআইসহ দুই জনকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপের ফলে বর্তমানে নিয়ম অনুযায়ী নির্বিঘ্নে মেট্রোরেল চলাচল করছে।

গতকাল রোববার বিকেলে এমআরটি পুলিশের হাতে মেট্রোরেলের চার কর্মকর্তা লাঞ্ছিত হন। এ ঘটনায় কর্মবিরতির ডাক দেন কর্মীরা। ফলে সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচলে নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে।

পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা কর্মবিরতি পালনের পর প্রত্যাহার করে আবারও টিকিট ব্যবস্থা চালু করেন মেট্রোরেলের কর্মীরা। কর্মবিরতি প্রত্যাহারে সকাল ১০টার পর মোটামুটি মেট্রোরেলের কার্যক্রম স্বাভাবিক হয়। 

এর আগে রোববার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা।

এতে বলা হয়, গত ১৬ মার্চ বিকেল সোয়া ৫টায় ডিএমটিসিএলের চারজন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। মূলত আনুমানিক বিকেল ৫টা ১৫ মিনিটে দুজন মহিলা কোনো ধরনের পরিচয়পত্র না দেখিয়েই সিভিল ড্রেসে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে অবস্থিত সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। যেহেতু তারা নির্ধারিত ইউনিফর্ম পরিহিত ছিলেন না ও তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, তাই দায়িত্বপ্রাপ্ত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চান।

তবে সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা এতে উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন ও একপর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান। পরবর্তীতে ঠিক একইভাবে দুইজন এপিবিএন সদস্য সুইং গেট ব্যবহার করে সুইং গেট না লাগিয়ে চলে যান, উক্ত বিষয়ের কারণ তাদের কাছে জানতে চাওয়া হলে তারা আগের ঘটনার জের ধরে তর্কে জড়িয়ে পড়েন। 

কিছুক্ষণ পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গেও ইএফও তে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হওয়ার সময় কর্মরত সিআরএর কাঁধে বন্দুক দিয়ে আঘাত করে এবং কর্মরত আরেকজন টিএমওর শার্টের কলার ধরে জোরপূর্বক এমআরটি পুলিশ বক্সে নিয়ে গিয়ে মারধর করে এবং গুলি করার জন্য বন্দুক তাক করে। উপস্থিত স্টেশন স্টাফ ও যাত্রীরা বিষয়টি অনুধাবন করে উক্ত এমআরটি পুলিশের হাত থেকে কর্মরত টিএমওকে বাঁচিয়ে নিয়ে আসে। 

এ ধরনের ঘটনা মেট্রোরেলের কর্মপরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বর্তমানে আহত (রাইফেল দিয়ে কাঁধে আঘাত করা হয়) সিআরএকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং টিএমও (যাকে পুলিশ কন্ট্রোল রুমে হেনস্তা করা হয়, গুলি করার জন্য বুকে রাইফেল ধরা হয়) তিনি উক্ত ঘটনার পর ঘটনার বিবৃতি দেয়ার পর বাসায় যাওয়ার পথে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন।

কমেন্ট বক্স
হামজায় ভর করে দিনবদলের স্বপ্ন– কতটা বাস্তব, কতটা কঠিন

হামজায় ভর করে দিনবদলের স্বপ্ন– কতটা বাস্তব, কতটা কঠিন