বেঁচে থাকার জন্য লড়ছে অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ লাখ শিশু। জরুরি ভিত্তিতে অন্তত পানি আর বিদ্যুতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি জানায়, উপত্যকায় লাখ লাখ মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার অভাবে ভুগছে। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেইগবেদার ভিডিও বার্তায় বলেন, পানি এমন এক মৌলিক অধিকার যা কেউ প্রত্যাখ্যান করতে পারে না।
ইসরাইল বিদ্যুতের লাইন কেটে দেয়ায় এক কোটি ৭০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানি পরিশোধনাগারে উৎপাদন নেমে এসেছে মাত্র ২০ লাখ লিটারে। ১৬ দিন ধরে গাজায় প্রবেশ করেনি করেনি কোনো ত্রাণবাহী ট্রাক। ওষুধ, জ্বালানি, রান্নার গ্যাস, জরুরি খাদ্য সব সরবরাহ বন্ধ।