ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

মারা গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী এমিলি দ্যকেন

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:১৪:০০ অপরাহ্ন
মারা গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী এমিলি দ্যকেন
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য পুরস্কারপ্রাপ্ত বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। রোববার (১৬ মার্চ) রাতে ফ্রান্সের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৩ বছর বয়স হয়েছিল। মৃত্যুর সময় স্বামী, লেখক মিশেল ফেরাচ্চি এবং মেয়ে মিলা সাভারেসকে রেখে গেছেন এ অভিনেত্রী।


যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, প্যারিসের বাইরে একটি হাসপাতালে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমিলি দ্যকেনের। এর আগে ২০২৩ সালে অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা শনাক্তের খবর জানানো হয়েছিল। এটি কিডনির অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার।


এ অভিনেত্রী ১৯৮৯ সালে ডার্ডেন ব্রাদার্সের ‘রোসেটা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।

১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামের বেলোইলে জন্মগ্রহণ করেন এমিলি দ্যকেন। মাত্র ১৮ বছর বয়সে ‘রোসেটা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি ছিল একজন কিশোরীর গল্প, যিনি মদ্যপ মায়ের সঙ্গে ট্রেলার পার্কে থাকেন। এতে অনবদ্য অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। এছাড়া ১৯৯৯ সালের উৎসবে পাম ডি’অরও লাভ করে সিনেমাটি।



এমিলি দ্যকেন ক্রিস্টোফ গ্যান্সের কর্মার্শিয়াল সফল সিনেমা ‘ব্রাদারহুড অব দ্য উলফ’ (২০০১) এবং পরবর্তীতে মূলধারার ও স্বাধীন সিনেমার মিশ্রণেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ফিলিপ লিওরেটের ‘দ্য লাইট’ (২০০৪), ২০০৯ সালের নাটক ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’, ক্যাথেরিন ডেনুভ এবং ফ্রাঙ্ক রিচার্ডের ২০১০ সালের ভৌথিক সিনেমা ‘দ্য প্যাক’।

এ অভিনেত্রীর অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ‘বেলজিয়ান রোম-কম ‘নট মাই টাইপ’ (২০১৪), রাজনৈতিক নাটক ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭), ইমানুয়েল মুরেটের ‘লাভ অ্যাফেয়ার’ (২০২০) এবং লুকাস ধন্টের ‘ক্লোজ’(২০২২)। তার অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি ভাষার ‘সারভাইভ’।

কমেন্ট বক্স