কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া।দুই দেশের সীমান্তবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চল ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেল একদিনে ইউক্রেনের ৭২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যার মধ্যে ৩৬টি ড্রোন হামলা ছিল কুরস্ক অঞ্চল লক্ষ্য করে।অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, পরিকল্পনা অনুযায়ী তারা সফল অভিযান চালিয়েছে। গেল একদিনে রুশ সেনাদের সঙ্গে ১১২টি সম্মুখযুদ্ধের মধ্যে ১৪টি হয়েছে কুরস্ক অঞ্চলে।
এদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প ও পুতিনের ফোনালাপের আগে ইউক্রেনের অবস্থানের কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে।