গাজায় ইসরায়েলের নৃশংসতম হামলার পর আবারও উপত্যকাটির বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে লাখ লাখ ফিলিস্তিনি অনিশ্চয়তার মুখে পড়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির কয়েক সপ্তাহ পর মঙ্গলবার (১৮ মার্চ) সেহরির আগে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এতে প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হন, যা দেড় বছরের যুদ্ধে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
এই হামলা থেকে রেহাই পায়নি বিধ্বস্ত বাড়িঘর, স্কুল এবং তাবুগুলোও। হামাস তেল আবিবের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছে—এমন অভিযোগ তুলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
এমন পরিস্থিতিতে আবারও ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন গাজার বাসিন্দারা। ট্রাকে, গাড়িতে বা হেঁটে—যেভাবে সম্ভব, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা।
প্রসঙ্গত, দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।