ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা এনসিপির অভিযোগ— স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব রংপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা ভূমিকম্প: ত্রাণের গাড়ি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি জান্তা সরকারের ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো জামাই নির্বাচন ও সংস্কার নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে : মির্জা ফখরুল সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি সমস্যা উত্থিত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজায় ইসরায়েলের নতুন আক্রমণ তো কেবল ‘শুরু মাত্র’: নেতানিয়াহু

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের নতুন আক্রমণ তো কেবল ‘শুরু মাত্র’: নেতানিয়াহু
দখলদার ইসরায়েলি বাহিনীর মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর বর্বরোচিত বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত হয়েছেন অন্তত ৪০৪ জন। আহত হয়েছেন আরও ৫৬২ জনেরও বেশি ফিলিস্তিনি। এই হামলায় বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, স্কুল এবং আশ্রয়কেন্দ্র। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পবিত্র রমজান মাসে, সেহেরির সময় ইসরায়েলি বাহিনী আকস্মিকভাবে নির্বিচারে বোমা বর্ষণ শুরু করে। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে বলেন, “এটি কেবল শুরু মাত্র। এখন থেকে হামাসের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলা চলবে।”

তিনি আরও দাবি করেন, “আমরা যুদ্ধবিরতি বাড়িয়েছিলাম, তবে বিনিময়ে আমাদের জিম্মিদের মুক্তি দেওয়া হয়নি। হামাস আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমরা হামলা চালাতে বাধ্য হয়েছি।”

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় ৫০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে হামাসের কাছে ৫ ইসরায়েলি বন্দির মুক্তি, মানবিক সহায়তা প্রবেশাধিকার এবং তিন ধাপে যুদ্ধবিরতির পরিকল্পনা রাখা হয়েছিল।

হামাস গত শুক্রবার জানায়, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে এবং বন্দি বিনিময়ের আলোচনার অংশ হিসেবে একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্যের মুক্তি দিতে রাজি হয়েছে। কিন্তু নেতানিয়াহু এটিকে অগ্রাহ্য করে বলেন, “আমরা কেবল যুদ্ধক্ষেত্রেই আলোচনা করব।”

গাজায় দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলের কারাগারে এখনও ৯,৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেকেই নির্যাতন, চিকিৎসা অবহেলা ও অমানবিক পরিস্থিতির শিকার বলে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।

গাজায় নতুন করে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে লাখো ফিলিস্তিনি আবারও ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন।

কমেন্ট বক্স
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ