এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়।
এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে এবং ৬ নম্বর ভবনের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের মুখে শোনা যায়, “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “উই ওয়ান্ট জাস্টিস”, “মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “তুমি কে আমি কে ছাত্র-ছাত্র”, “আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম” ইত্যাদি স্লোগান।
সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু শিক্ষার্থীরা তা মানেনি। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং লাঠিপেটা করে। সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাড়া খেয়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু বেশ কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে আটকা পড়ে এবং সেখান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশ প্রিজনভ্যানে করে নিয়ে যায়।
Mytv Online