সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার আরও কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ মার্চ) বিকেলে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না, তবে এর পথ কঠোর করতে হবে।” একই সঙ্গে তিনি আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর আমাদের সামনে চ্যালেঞ্জ থাকলেও, সুযোগ তার চেয়েও বেশি।” এ ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে। এ প্রক্রিয়াকে সফল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।