ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। এই উপলক্ষে সানরাইজার্স হায়দরাবাদ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে, যেখানে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনকে জনপ্রিয় চলচ্চিত্র 'বাহুবলী'র নায়ক প্রভাসের মতো উপস্থাপন করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দলের খেলোয়াড়রা ক্লাসেনের আগমনের ইঙ্গিত দিচ্ছেন। এরপর ক্লাসেন ব্যাট হাতে 'বাহুবলী'র স্টাইলে উপস্থিত হয়ে বলেন, 'চলো, আগুন নিয়ে খেলি।' এই সৃজনশীল উপস্থাপনা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামের আগে ক্লাসেনকে ২১ কোটি টাকায় ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত মৌসুমে ক্লাসেন ১৬ ম্যাচে ৪৭৯ রান করে দলের ফাইনালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাই, অধিনায়ক প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার সঙ্গে ক্লাসেনকেও আইপিএল ২০২৫-এর আগে ধরে রাখার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের আইপিএলে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২২ মার্চ শুরু হয়ে ২৫ মে শেষ হবে। ম্যাচগুলো ১৩টি ভেন্যুতে আয়োজিত হবে।
Mytv Online