চট্টগ্রামের হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে অলি উল্লাহ (২২) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বুধবার (১৮ মার্চ) ভোর ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক অলি উল্লাহ নওগাঁ জেলার রানীনগর থানার কুসুমবীর ইউপির পাচুরপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অলি উল্লাহ দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌর এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করছিলেন। ভোররাতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বলাৎকারের সময় স্থানীয় এক যুবক ঘটনাটি দেখে ফেলেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং গণপিটুনি দেয়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, "অভিযুক্ত অলি উল্লাহ নিজেকে হাটহাজারীর একটি মাদরাসার শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।